মৃৎশিল্পীদের সম্মাননা দেওয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে বরিশালে দুইদিনব্যাপী ১১তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। শনিবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা দেয়া হয়েছে।
এতে দুইজনকে আজীবন সম্মাননা ও ১২ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পী বলহরি সাহা স্মৃতি আজীবন সম্মাননা পেয়েছেন ময়মনসিংহ’র মুক্তাগাছা এলাকার ধীরেনন্দ্র নাথ পাল এবং শিল্পী চিত্ত হালদার স্মৃতি আজীবন সম্মাননা পেয়েছেন বরিশালের বাকেরগঞ্জের মহেষপুর এলাকার উষা রাণী পাল। এদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, সনদপত্র এবং নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
অপরদিকে বিশেষ অবদানের জন্য রাজবাড়ির অসীম কুমার পাল ও নিতাই পাল, পটুয়াখালীর বাউফলের কমল পাল, নওগা’র বিশ্বনাথ পাল, পিরোজপুরের বিনোদ পালন ও উত্তম পাল, বরিশালের আগৈলঝাড়ার যুথী রানী পাল, হিমানন্দকাঠীর অঞ্জনা রানী পাল, বাকেরগঞ্জের বিমল চন্দ্র পাল, টাঙ্গাইলের শোভা রাণী পাল, রাজশাহীর মৃত্যুঞ্জয় পাল এবং শেরপুরের মিলন রানী পালকে মৃৎশিল্প সম্মাননা দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, সনদপত্র এবং নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করা ৭০ জন মৃৎশিল্পী ও ১০০ সহযোগি মৃৎশিল্পীকে পোশাক, অর্থসহ নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেন। প্রধানঅতিথি ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। সমাপনী অনুষ্ঠানের উদ্বোধণ করেন চিত্রশিল্পী রফিকুন নবী।