কুড়িগ্রামের চিলমারীতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসবের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
শনিবার রাতে রণপাগলীরতল কেন্দ্রীয় মন্দির, সবুজপাড়া মন্দির, শাহাপাড়া, জোড়গাছ, সরকারপাড়া মন্দিরসহ উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শণকালে তিনি নিজ উদ্যোগে মন্ডপ প্রতি ৫‘শ কেজি করে চাল বরাদ্দ দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুছ সরকার, চিলমারী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যান্দন বর্ম্মণ, থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন, চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।