৬অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নৌকা ডুবি হয়েছে। এতে ২৫ জন উদ্ধার হলেও বাকী ১০জন নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসীরা ধারনা করছে। বিকাল ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ যাত্রী ও নৌকা উদ্ধার হয়নি।
এলাকাবাসীরা জানায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় নৌকার মাঝি আকবর আলী ৬অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টায় একটি নৌকায় ৩০/৩৫ জন লোক নিয়ে খিতাবখাঁ মধ্য চরে যাওয়ার সময় স্পার বাঁধে পৌচ্ছিলে নৌকার মাথা স্পার বাঁধে ধাক্কা লেগে ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে নৌকাটি প্রবল স্্েরাতে ডুবে যায়। এ সময় ১২ থেকে ১৫ জন যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হলেও বাকী ২০/২২জন সহ নৌকাটি নিখোঁজ হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা নদীর তীরে ছুটে আসে।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করে। পরে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান, রাজারহাট থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজদের উদ্ধারের আশ্বাস দেন। এ খবর ছড়িয়ে পড়লে নিখোঁজদের পরিবার, আত্মীয়-স্বজনসহ হাজার হাজার মানুষ ওই এলাকায় ভীড় করে। ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার হওয়া আঃ জলিল(২৮), আঃ বাতেন(৪৫), আতাউর রহমান(৩৬) বলেন, নৌকায় ৩০/৩৫জন যাত্রী ছিল। তারা সকলে খিতাবখাঁ মধ্য চরে আবাদি ক্ষেত দেখভাল করার জন্য যাচ্ছিল। কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে নৌকাটির স্রােতে পড়ে যায়। সাথে সাথে ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতার দিয়ে কিনারে উঠে আসি। দুপুর ২টায় রংপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাচ্ছেন। নদীর তীরবর্তী উপস্থিত মানুষজন বিকাল ৩টায় জানান, এখন শুধু মীম নামের একটি মেয়ে নিখোঁজ রয়েছে। এলাকার পরিবারের কেউ এসে বলেনি তাদের কেউ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, এখন পর্যন্ত ৩/৪ জন নিখোঁজ রয়েছে। যতক্ষণ পর্যন্ত নৌকাসহ নিখোঁজ মানুষের উদ্ধার করা যায়নি, উদ্ধার কাজ অব্যাহত থাকবে।