সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে চমক জাগানো বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো ছুটছিলেন দারুণ এক জয়রথে। টানা ১৭ ম্যাচ জয়ের পর তাকে হারের তেতো স্বাদ দিলেন নাওমি ওসাকা। ১৯ বছর বয়সী কানাডিয়ান বিয়াঙ্কাকে হারিয়ে চায়না ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন ওসাকা। বেইজিংয়ে শুক্রবারের কোয়ার্টার-ফাইনালে ৫-৭, ৬-৩, ৬-৪ গেমে জিতেন এই জাপানিজ। টেনিস বিশ্বে ওসাকার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের গল্পটাও চমক জাগানিয়া। ২০১৮ সালের ইউএস ওপেনে সেরেনাকে হারিয়েই শিরোপাটি জিতেছিলেন তিনি। পরে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নেন ২১ বছর বয়সী এই তারকা। চায়না ওপেনের শেষ চারে ওসাকা লড়বেন প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন কারোলিন ওজনিয়াকির বিপক্ষে।