দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় শাখা যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নদীর তীব্র ¯্রােতে তলিয়ে যাওয়া মারুফ আহমেদ মুন্না (১৮) এর লাশ দুই দিন পেরিয়ে গেলেও এখন খোঁজ মেলেনি।
এদিকে কলেজ ছাত্র মারুফ আহমেদ মুন্নার লাশের সন্ধানে এখনও তার পরিবারের লোকজন শাখা যমুনা নদীর কিনারসহ সম্ভাব্য স্থানে খোঁজ করে যাচ্ছে।
নিখোঁজ মারুফ আহমেদ মুন্না (১৮) হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি'র ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ছাত্র।
মুন্নার চাচা মোস্তাক আহম্মেদ সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে ঘাসুড়িয়া সীমান্তের ২৮৮/৮এস পিলার এর ২০গজ পশ্চিমে ভারতের অভ্যান্তরে শাখা যমুনা নদীতে সহপাঠী ও স্থানীয় ১১ জন বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তীব্র ¯্রােতে তলিয়ে যায় মুন্না। ওই দিন দুপুরে পরিবারের লোকজন বিজিবি ও রংপুর ফায়ার সার্ভিস এ- সিকিউর'র ডুবুরী দলকে সংবাদ দিলে তারা বিকেল ৩টা থেকে সন্ধা সোয়া ৬টা পর্যন্ত ওই নদীতে উদ্ধার অভিযান চালিয়েও মুন্নাকে উদ্ধার করতে পারেনি। নদীতে তীব্র ¯্রােত থাকায় সম্ভবত তার লাশ দূরে ভাসিয়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাকিমপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন শনিবার বিকেলে জানান, নদীতে ডুবে যাওয়া যুবকের লাশের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।