হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে ৫০জন অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের পালপাড়া দূর্গামন্দির কর্তৃপক্ষ বস্ত্র বিতরণ করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন চন্দ্র পাল, সচিব নিতাই চন্দ্র পালসহ বিজয় চন্দ্র পাল, বিকাশ চন্দ্র পাল, নৃপেন চন্দ্র পাল, বিধান চন্দ্র পাল, মিন্টু দাস, বৈদ্যনাথ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গত দুইদিনে ফুলবাড়ীতে ২০০ এবং খানসামাতে ২০০জন অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র ও পুজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ীতে ব্যক্তীগত উদ্যোগে রিদ্রদের মাঝে পুজার সামুগ্রী বিতরণ করেন রঞ্জিত বর্মন নামে এক সেচ্ছাসেবী যুবক। গত দুইদিনে ২০০ দরিদ্র পরিবারের মাঝে তিনি এই পুজার সামগ্রী বিতরণ করেন। বিতরনকারী রঞ্জিত বর্মনের নিজের জায়গা-জমি নাই। লেদ মিস্ত্রির কাজ করে জিবিকা নির্বাহ করে কিন্তু সারা বছর নিজের উপার্জনের অর্থ দিয়ে দুর্গা পুজায় দরিদ্র মানুষের মাঝে পুজার সামুগ্রী বিতরণ করেন।
রঞ্জিত বলেন, শুধু পুজায় নয়, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরন করে থাকেন তিনি। অন্যের মুখে হাসি ফোটাতে,নিজের সামান্য উপার্জনের টাকা দিয়ে তিনি মানুষের পাশে দাড়ান, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন তিনি।
এদিকে, শুক্রবার সন্ধ্যার পর খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীরবাজারে মধ্য জোয়ার সার্বজনীন দূর্গামন্ডব কমিটির উদ্যোগে ২০০ জন দুস্থ-গরীব মানুষের মধ্যে বস্ত্রবিতরণ করা হয়েছে। নিউ পাকেরহাট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রমনী কান্ত বর্মণ এর সভাপতিত্বে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীমান দাস প্রমুখ।