দিনাজপুরের ঘোড়াঘাটে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষীক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা শেষে সকলের সম্মতিক্রমে আবু সুফিয়ান (দৈনিক বিজনেস বাংলাদেশ) কে সভাপতি, মোঃ লোটাস আহম্মেদ (দৈনিক বাংলাদেশের খবর) কে সাধারণ সম্পাদক ও মোঃ মোখলেছুর রহমান সওদাগর (দৈনিক চাঁদনী বাজার) কে প্রধান উপদেষ্টা করে ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহঃ সভাপতি কাজী নাসির মঈদ (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্ আলম (৭১ ভিষন.কম), অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (দৈনিক মাধুকর), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আঃ মমিন (জিডি ক্রাইম নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান (ঘোড়াঘাট নিউজ ডট কম) ও কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম, জালাল খান বকুল, নজরুল ইসলাম, হাফিজার রহমান।