কালিগঞ্জে বাঁশ কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন আনছার আলী (৫৫) নামে এক বৃদ্ধ। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের ঝড়-খামার গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বসতভিটায় বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান আনছার আলী। বিদ্যুৎলাইনের তারের সংস্পর্শে ঝাড়ের বাঁশ বিদ্যুতায়িত থাকার কারণে তিনি বাঁশে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।