দাকোপে বেসরকারী সংস্থা সুশীলনের আয়োজনে এ্যাকটিভ সিটিজেন ইওথ লিডারশীপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
ব্রীটিশ কাউন্সিলের আর্থিক সহায়তায় গত ০১/১০ থেকে ০৫/১০ তারিখ পর্যন্ত ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষন কার্যক্রম চলে। তিলডাঙ্গার ইউপি সদস্য সঞ্জয় সরকার প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্ষনে অংশগ্রহণ করেন উপজেলার ৩০ জন ইওথ সদস্য। প্রশিক্ষনে সক্রিয় নাগরিক হিসাবে একজন ইওথের করনীয় এবং জলবায়ু পরিবর্তনে তাদের ভূমিকা সংক্রান্ত আলোচনা হয়। প্রশিক্ষন শেষে তারা অত্র এলাকার সামাজিক উন্নয়নমূলক দুটি উদ্যোগ গ্রহন করে। প্রশিক্ষনটি পরিচালনা করেন সুশীলনের দিপালী বিশ্বাস, তারক চন্দ্র মন্ডল, স্বপ্না ইসলাম, চম্পা দাস এবং শাহীনা পারভীন।