কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করছে, এজন্য দেশের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের কোন সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হবে না উল্লেখ করে এমপি বাবু বলেন, জাঁতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছি। এই দেশে বসবাস এবং ধর্ম পালন করার জন্য সবার অধিকার রয়েছে। আপনারা কেউ দেশ ত্যাগ করবেন না। তিনি বলেন, আমি একজন খাঁটি মুসলমান, কিন্তু হৃদয়ে অসাম্প্রাদায়িক চেতনা ধারণ করে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে এবং সমাজ থেকে অনিয়ম, ঘুষ-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং অশুভ শক্তিকে দূর করতে কাজ করে যাচ্ছি। তিনি কয়রার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। শনিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রশাসন ও পুজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। এ সময় তিনি ব্যক্তিগত নিজের সম্মানিভাতা থেকে ৫৪ টি পূজা মন্ডপে ৫৪ হাজার টাকা অনুদান প্রদান করে অনন্য দৃষ্টি স্থাপন করেন। এ ছাড়া সরকারিভাবে মন্দির প্রতি ৮ হাজার টাকা অনুদান বিতরন করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অম্বিকা চরন সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যার মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর ই-আলম ছিদ্দিকী, ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ চন্দ্র সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, পুজা উদযাপন পরিষদের মৃনাল কান্তি ঘোষ, মহশিষ সরদার, প্রভাষক আশুতোষ রায়, রনজিত কুমার সরকার প্রমুখ।