দেবহাটার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায় এবং কারাদ- প্রদান করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। হয়েছে। শনিবার (৫অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ইউএনও সাজিয়া অভিযান পরিচালনা কালে ইউএনও দক্ষিণ সখিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুর আলী (৩৬)কে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের (৩) ধারার বিধান মতে ১৫দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ ছাড়া ভোক্তা অধিকার আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে সখিপুর মোড়ের হোটেল রেস্তোরা মালিক আবদুর রহমানকে ৭০০০ হাজার টাকা ও হোটেল ব্যবসায়ী রুহুল আমিনকে ৫০০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ১৯৭০ সালের ৫ ও ৭ ধারা মোতাবেক সখিপুর যাত্রী ছাউনি এলাকায় জনসাধারণের সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ ছাড়া সখিপুর মোড়ের যাত্রী ছাউনীর পাশের অবৈধ স্থাপনাকারীদেরকে ১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার সময় বেধে দেয়া হলেও তারা সরিয়ে না নেওয়ায় জনগনের সুবিধার্থে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে ইউএনও জানান।