সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেল চালক কাজী সাইদুর রহমান ময়না (৪৫)। ঘটনাটি ঘটেছে আজ (শনিবার) বেলা ১ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর এলাকায় অবস্থিত স্টার ফিলিং স্টেশনের সম্মুখে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মৌতলা গ্রামের কাজী ইমদাদ হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী কাজী সাইদুর রহমান ময়না কালিগঞ্জ থেকে নিজস্ব এ্যাপাচী মোটরসাইকেলে সাতক্ষীরায় যাচ্ছিলেন। তিনি স্টার ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে সড়কে উঠার পরপরই যশোরগামী বিরতিহীন এক্সপ্রেস (খুলনা মেট্রো জ ১১-০০৭৩) যাত্রীবাহী বাস তাকে রক্ষা করতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশর্^বর্তী একটি গাছের সাথে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে যায়। এ সময় ওই বাসের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন কাজী সাইদুর রহমান। দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালকের সহকারী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আল আমিন (৩০), বাসযাত্রী নিজদেবপুর গ্রামের মৃতু আসমত উল্যাহর ছেলে আজিজার রহমান (৬০), বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মেহেদী হাসান রাজুর স্ত্রী তামান্না সুলতানা মুক্তা (৪৫), বিষ্ণুপুর গ্রামের গোবিন্দ বিশ^াসের ছেলে পলাশ বিশ^াস (৩৫), কুশুলিয়া গ্রামের প্রশান্ত সরকারের মেয়ে তন্দ্রা সরকার (২৩), শ্যামনগর উপজেলা বাদঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুদ্দীনকে (১৮) উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এর মধ্যে আল আমিন, সাইফুদ্দীন ও আজিজার রহমানকে উন্নত চিকিৎসার জন সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যান্য আহতরা হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন সড়ক দুর্ঘটনায় কাজী সাইদুর রহমান ময়না নামে এক ব্যক্তির নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।