কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ হাজার ১শ’ পিস ইয়াবা সহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শায়লা খাতুন লতা (৩০) ও নাজমা আক্তার স্বর্না (২৭)।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুইজন নারী ও একজন পুরুষ আটক হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ’ পিস ইয়াবাসহ শায়লা খাতুন লতা (২৮), নাজমা আক্তার স্বর্না (২৫) ও শামছুল হক (৪৮) কে ভূরুঙ্গামারাী থানা পুলিশ আটক করে। পুলিশ সুত্রে জানা যায়, ইয়াবাগুলো আটককৃত আসামিরা পাবনা নিয়ে যেত। ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের মাদক ব্যবসায়ী বাবলু মন্ডলের স্ত্রী লতার বাবার বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার নদীশুকান গ্রামে। বাগেরহাট জেলার মরগা গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী স্বর্ণা ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
ভূরুঙ্গামারী থানা পুলিশ শুক্রবার রাতে বাবুর হাট বাজারে ইয়বাসহ মিলন মিয়া (২৯) নামে এক যুবককেও আটক করেছে।