স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা প্রধানমন্ত্রী বঙ্গরতœ শেখ হাসিনার দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে শনিবার সকালে জেলার বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম বলেন-জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে তার পাশে থেকে উন্নত সমৃদ্ধ সোনারবাংলা বির্নিমাণে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালণ করতে হবে। তিনি আরও বলেন, আমি নিজে দুর্নীতি করবোনা এবং আমার নির্বাচনী এলাকার কোন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি করতে দেবোনা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক। বিশেষ আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেণু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ। বক্তব্য রাখেন-পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সরদার, রফিকুল ইসলাম প্রমুখ।