কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে সাপের কামড়ে রামজান আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়। মৃত রমজান আলী ওই গ্রামের মৃত ভাগাই সরদারের ছেলে।
শুক্রবার দুপুর ২ টার দিকে রমজান আলী সুন্দরপুর গ্রামের মাঠে ঘাষ কাটতে যায়। সে সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সে দৌড়ে বাড়ি আসলে পরিবারের লোকজন স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি নিয়ে আসলে আবারও অস্বুস্থ হয়ে পড়ে রমজান আলী। সে সময় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পথিমধ্যে সন্ধা ৬ টার দিকে সে মারা যায়।
কালীগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসক ডা: সংগীতা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপে কামড়ানোর প্রায় ৩ ঘন্টা পরে রমজান আলীকে হাসপাতালে আনা হয়েছিল।ফলে চিকিৎসা শুরুতে অনেক দেশী হয়েছে। আরো আগে হাসপাতালে আসলে যদি তাকে এন্টিভেনাম দেওয়া যেত যশোর কিংবা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে তাহলে হয়তো বাচানো সম্ভব হত।