কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ১০ লিটার বাংলা মদসহ ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সদর ইউপির হাড়িডাঙ্গা মাঝাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মহেন্দ্র নাথ রায় ওরফে টরেন(৬৩) এর বাড়ীতে অভিযান চালিয়ে ১০ লিটার বাংলা মদ উদ্ধার করে। আটককৃতরা হলো- মহেন্দ্রনাথ রায় টরেন(৬৩), মেকুরটারী এলাকার সাইফুল ইসলামের পুত্র সাবু মিয়া(২১) ও কিশামত পূনকর এলাকার আজিজুর রহমানের পুত্র এনামুল হক(২৯)। পুলিশ বাদী হয়ে গতকাল রাজারহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে। যার মামলা নং- ৪। বিষয়টি রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন।