প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জেলার গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এ- কলেজের দশম শ্রেণীতে পড়-য়া এক ছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। এ ঘটনায় জড়িত পাঁচজনের নাম উল্লেখ করে ভুক্তভোগির মা আমেনা বেগম থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার দুপুরে অপহৃতা ছাত্রীর পিতা জানান, স্কুলে যাওয়া আসার পথে তার দশম শ্রেণীতে পড়-য়া কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো গোবর্দ্ধন গ্রামের কালাম সিকদারের বখাটে পুত্র আলামিন সিকদার। বখাটে আলামিনের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর দুপুরে পালরদী মডেল স্কুল এ- কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটে আলামিন ও তার সহযোগিরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। থানার এসআই মোঃ বাবুল হোসেন জানান, ভিকটিমকে উদ্ধারসহ অপহরকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।