জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের এক পাষন্ড পুত্রের অমানুষিক নির্যাতন ও অব্যাহত হুমকির মুখে নিজ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় বিধবা এক মা।
শনিবার সকালে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী খলিফার স্ত্রী সাবিনা বেগম তার গর্ভজাত সন্তান ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে সাংবাদিকদের কাছে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহপূর্বে ইকবাল তাকে অমানুষিক নির্যাতন করে হাতের আঙুল ভেঙে দিয়েছে। তার পরেও পাষন্ড পুত্র ইকবাল ক্ষ্যান্ত না হয়ে অসহায় সাবিনা বেগমকে আছাড় মেরে মাটিতে ফেলে বেদম মারধর করে। এ সময় তার (সাবিনা) চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ইকবাল তাদের তাড়িয়ে দেয়। পরে ওইদিন ইকবাল তার বিধবা মা সাবিনা বেগমকে বের করে দিয়ে ঘরে তালাবদ্ধ করে দেয়। ইকবাল বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের ভাড়া বাসায় থাকেন।
বিধবা সাবিনা বেগম আরও জানান, অমানুষিক নির্যাতনের পর ইকবাল তাকে হত্যার হুমকি প্রদর্শন করেছে। তাই পুত্র ইকবালের ভয়ে গত এক সপ্তাহ ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে অভিযুক্ত ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন-তার গায়ে হাত দিয়েছি তাকে মেরেতো ফেলিনি।