প্রাইভেট কারের ধাক্কায় এক নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর বাজার সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো-নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা এবং ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ গ্রামের মিজান জমাদ্দারের পুত্র হাসেম জমাদ্দার (৪০) ও নগরীর এয়ারপোর্ট থানাধীন বাড়ৈখালী গ্রামের বাসিন্দা আবদুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক প্রাইভেট কার ও তার চালককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃত চালক মশিউর রহমান (৩৮) খুলনার খালিশপুর বড়বয়ড়া এলাকার শেখ শাহজাহান আলীর পুত্র।
এয়ারপোর্ট থানার এএসআই আবদুস সালাম জানান, প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২৬-৯৫৮৬) পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে কাশিপুর বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকসাকে (ইজিবাইক) ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুর্ঘটনায় পতিত হলে ভেতরে থাকা যাত্রী সালেহা বেগম এবং ইজিবাইক চালক হাসেম জমাদ্দার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাহেলা বেগমকে মৃত ঘোষনা করেন। এ ছাড়া গুরুতর আহত হাসেমকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এএসআই আবদুস সালাম বলেন, প্রাইভেট কার এবং চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।