পুলিশের এএসপি পরিচয় দেয়া মাছ ব্যবসায়ী মনিরুজ্জামান মনির নামের এক প্রতারককে আটকের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে প্রতারক মনিরুজ্জামান মনিরকে আটক করেছে পুলিশ।
শেবাচিম’র ইনচার্জ এসআই নাজমুল জানান, শুক্রবার বিকেলে মনির শেবাচিম হাসপাতালে তার এক আত্মীয়কে ভর্তি করান। এ সময় দায়িত্ব পালনকরাকালীন সময়ে ইনচার্জ গার্ডে কনস্টেবল তৌহিদুলের ইসলামের কাছে মনির নিজেকে কিশোরগঞ্জের এএসপি পরিচয় দেয় এবং তার আত্মীয়ের চিকিৎসা সেবায় সহযোগিতা করার আদেশ করেন। কনস্টেবল তৌহিদ সম্মানের কথা ভেবে মনিরের রোগীর কাছে গিয়ে খোঁজ খবর নেন। তৌহিদ বিষয়টি ইনচার্জ এসআই নাজমুলকে অবহিত করেন। পরবর্তীতে এসআই নাজমুলও তার (মনির) রোগীর খোঁজ খবর নেয়া শুরু করেন। মনিরের কথাবার্তায় এসআই নাজমুলের সন্দেহ হয়। একপর্যায়ে বিভিন্ন মাধ্যমে কিশোরগঞ্জে খবর নিয়ে জানতে পারেন সেখানে মনির নামে কোন এএসপি নেই। পরে এসআই নাজমুল ও সিটিএসবি এসআই সগির হোসেন কিশোরগঞ্জের এসপি’র সরকারী মোবাইল নাম্বার চাইলে এএসপি পরিচয় দেয়া মনির তা দিতে ব্যর্থ হয়।
বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তারা প্রতারক মনিরকে আটক করে থানায় নেয়ার নির্দেশ দেন। পরে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান মনির নিজেকে মাছ ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।