এবারে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১১১টি মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে পূজা মন্দির গুলো বিভিন্ন আলোক সজ্জায় সর্জ্জিত করে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। এবারে ব্যতিক্রমী মন্দিরগুলোর আশপাশেও সাজ সাজ রব বিরাজ করছে। পূজা উপলক্ষে এ উপজেলায় সরকারীভাবে প্রতিটি মন্দিরে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নে ২২টি মন্দিরে , রাজারহাট ইউনিয়নে ১৯টি মন্দিরে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ১৭টি মন্দিরে, বিদ্যানন্দ ইউনিয়নে ৪টি মন্দিরে, উমরমজিদ ইউনিয়নে ৮টি মন্দিরে, নাজিমখান ইউনিয়নে ১৭টি মন্দিরে ও ছিনাই ইউনিয়নে ২৩টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ-র্যাব, আনসার, স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় রয়েছে। এ ব্যাপারে রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার বলেন, পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা নাই। আমাদের উপজেলায় সকলের ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি ও সহানুভূতি রয়েছে। তারাও এ উৎসব পালন করে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
শুক্রবার মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদোৎসব।