রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার আয়োজনে ৪ অক্টোবর শুক্রবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল সোনালী ব্যাংক চত্ত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে রাজারহাট রেল স্টেশনে এক পথ সভায় রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল এটম, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি রাজারহাট উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী জাকির হোসেন মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে রাজারহাট রেল স্টেশনে স্টোপেজ ও টিকেট বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। কুড়িগ্রাম জেলার গণ মানুষের দাবি কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন। দীর্ঘদিন থেকে এই দাবী করে আসছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি।