আশাশুনি উপজেলার বিভিন্ন হাটাবাজারে ব্যবসায়ীদের কাছে সেনেটারী ইন্সপেক্টরের নাম ভাঙ্গিয়ে অভিনব পন্থায় চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা ফাঁদে পড়ে অর্থ গর্চায় পড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের কাছে থানার দারোগা মাহবুবর পরিচয় দিয়ে প্রথমে ফোন করছে প্রতারক চক্র। প্রতারকচক্র নিজেকে দারোগা পরিচয়ে গ্রাম পুলিশকে বাজারের মিষ্টি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাঠাচ্ছে। এই বলে যে, তোমাদের নামে সেনেটারী ইন্সপেক্টর মামলা করেছেন। মামলা কোর্টে মেটালে অনেক খরচ লাগবে। আর আমার (দারোগার) সাথে দেখা করলে মাত্র ৫ হাজার টাকায় মিটে যাবে। এমন ভয় দেখিয়ে টাকা আদায়ের ফন্দি করা হচ্ছে। গ্রাম পুলিশ ব্যবসায়ীদের কাছে গিয়ে (০১৭১৫৭৩৩৯৩৫ ও ০১৭৩১৫৯৯৪৬৬) মোবাইলে ধরিয়ে দিলে প্রতারকরা মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী করছে। এতে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এমনকি কাদাকাটি ইউপি চেয়ারম্যানের কাছেও ০১৭৩১৫৯৯৪৬৬ নং মোবাইল থেকে মোবাইল করে তার ইউনিয়নে ব্যবসায়ীদের নামে মামলা আছে তাদরে কি ধরতে আসবো, না ব্যবস্থা করবেন জানতে চেয়ে প্রতারনার অপচেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা জানান, বিষয়টি তিনি জানার পর সকল এলাকায় গিয়ে প্রতারক চক্রের ফাঁদে না পড়তে অভয় দিয়ে চলেছেন। সাথে সাথে তাদের নামে কোন মামলা হয়নি, ফাঁদে না পড়তে সচেতন হতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।