আশাশুনি উপজেলার বদরতলা বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। বদরতলা বাজারের সকল ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম। বদরতলা বাজারের নাইট ডিউটি ব্যবস্থা করাসহ এলাকায় চুরি, জুয়া, মাদক বিরোধী ও ইভটিজিং প্রতিরোধে করনীয়তা নিয়ে দিক নিদের্শনা প্রদান করেন কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম। সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলসহ ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি ও জন প্রতিনিধিবৃন্দ আলোচনা রাখেন।