আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ বুধহাটা এলাকা কর্ম পরিষদ গঠন করা হয়েছে। বুধহাটা আহলে হাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আন্দোলন সভাপতি আলহাজ¦ মাওঃ আঃ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহিদুজ্জামান ফারুক, প্রশিক্ষণ সম্পাদক উপাধ্যক্ষ মাওঃ মহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক আলহাজ¦ মোঃ কেরামত আলী। সভায় আলহাজ¦ অধ্যাপক হাবিবুল্লাহ বাহারকে সভাপতি, মোঃ মোজাম্মেল হককে সহ-সভাপতি, মাওঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, আলহাজ¦ আঃ কুদ্দুছ গাজীকে সাংগঠনিক সম্পাদক, নাজিমুদ্দিনকে অর্থ সম্পাদক, লুৎফর রহমান নয়নকে প্রচার সম্পাদক, মুনছুর রহমানকে প্রশিক্ষণ সম্পাদক, ইমদাদুল হক সানাকে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, আবদুস সামাদকে সমাজ কল্যাণ সম্পাদক ও আবদুল হামিদকে দপ্তর সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বুধহাটা এলাকা কর্ম পরিষদ গঠন করা হয়।