রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম নির্দেশনায় মানবতার বন্ধনে রংপুর, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সমন্বিত সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাউনিয়াতে ট্রেন দূর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে সহযোগীতা করা হয়।এবং দূর্ঘটনায় আহতজনদের মাঝে রাতের খাবার ও পানির ব্যবস্থা করা হয়, এ সময় সম্পূর্ণ বিষয়টি তদারকি করেন মোঃ আবদুল কাদের দিদার, সদস্য সচিব, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং, কোতোয়ালি থানার।
পুলিশ সদস্য এটিএসআই আপেল মাহমুদ ও সিটিএসবি পুলিশ সদস্য আনোয়ারুল হক সর্বক্ষনিক পাশে থেকে সহযোগীতা করার জন্য।