নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কাঠ ব্যবসায়ী নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অপর ব্যবসায়ীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় সিংড়া উপজেলার জামতলী বাজার থেকে দুই কাঠ ব্যবসায়ী একটি মোটর সাইকেল যোগে নাটোর মহাসড়ক দিয়ে শেরকোল বাজারে ফিরছিলেন। পথে সিংড়া সদরের নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৭৯২) পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর জনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত কাঠ ব্যবসায়ী হলেন উপজেলার শেরকোল কংশপুর গ্রামের আনশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০)। আর আহত কাঠ ব্যবসায়ী হলেন একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. উজির উদ্দিন (৪১)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।