মোল্লাহাটে একাধিক চুরি ঘটনার সমালোচনার জেরে অসহায় দম্পতির ওপর প্রকাশ্যে চোর পক্ষের সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার উদয়পুর গ্রামে গরুরহাট সংলগ্ন সোলাইমান (উত্তম) ও হেলেনা দম্পতির ভাড়াবাসায় বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টারদিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত সোলাইমান (উত্তম) ও তার স্ত্রীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পূর্বক মোল্লাহাট থানায় অভিযোগ করা হযেছে।
আহত দম্পতি জানায়-তাদের প্রতিবেশী চুন্নু কাজীসহ তার পরিবারের সকলের প্রত্যক্ষ সহযোগীতায় অন্য এলাকার চোর প্রায়ই ভ্যান ও সাইকেল চুরি করে। ওই ঘটনার সমালোচনা করায় চুন্নু কাজীর স্ত্রী অজুফা কয়েকদিন পূর্বে ঝগড়া করে উত্তমের স্ত্রী হেলেনার সঙ্গে। ওই ঝগড়ার জেরে বৃহস্পতিবার সন্ধার দিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে করতে অসহায় ওই দম্পতির ভাড়া বাড়ীতে প্রবেশ করে চুন্নুর ছেলে তুহিনসহ ওই পরিবারের সদস্য। ওই সময় ভীতসন্ত্রস্থ অসহায় দম্পতি অনুনয়-বিনয় উপেক্ষা করে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর যখম করাসহ গলার হার ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ভিকটিম পরিবার আরো জহানায়-এবিষয়ে থানায় অভিযোগ হলেও কাউকে আটক না করায় অপরাধীরা মিথ্যা অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।
থানা ওসি কাজী গোলাম কবীর বলেন-অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।