ইউরো ২০২০ বাছাইয়ে ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও চেলসি মিডফিল্ডার এনগোলো কঁতে। আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ঘোষিত ফ্রান্স দলে চোটের কারণে নেই পল পগবা। সেপ্টেম্বরে হওয়া দুই ম্যাচের দলে শুরুতে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে শেষ মুহূর্তে গোড়ালির গাঁটে চোট পাওয়ায় ওই দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিং চোটের কারণে ছিলেন না এমবাপে ও কঁতে। দলে আরও ফিরেছেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে ও মার্শেই গোলরক্ষক স্তিভ মাঁদাঁদা। ‘এইচ’ গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে পয়েন্ট টেবিলেন দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।