কব্জির চোটের কারণে সাংহাই মাস্টার্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। আগামী রোববার শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটিতে খেলতে না পারার কথা শুক্রবার জানান ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ এই তারকা। সেপ্টেম্বরে লেভার কাপ চলাকালে বাম হাতের কব্জিতে চোট পান ৩৩ বছর বয়সী নাদাল। সাংহাই মাস্টার্সের জন্য অনুশীলন করার যথেষ্ট সময় পাননি বলে এক বিবৃতিতে জানান চলতি বছরের ইউএস ওপেন জয়ী। “আমি খুব হতাশার সঙ্গে জানাচ্ছি যে এই বছর আমি সাংহাইয়ে খেলতে পারব না। টানা দুই বছর আমি এই প্রতিযোগিতায় খেলতে পারছি না। চীনে আমার দারুণ সব সমর্থক আছে। “আমি সেরে ওঠার এবং প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় পাইনিৃ২০২০ আসরের জন্য আমি সাংহাইয়ে ফিরতে আশাবাদী।