নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে আর.এফ.এল কোম্পানীর মালবাহী পিকআপভ্যান চাপায় গোলাম সরোয়ার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম সরোয়ার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাব উদ্দিনের ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি মোটরসাইকেল মেরামত শেষে তার চালিয়ে পরীক্ষা করার জন্য বসুরহাট-নতুন বাজার সড়কের দিকে যায় সে। মোটরসাইকেল নিয়ে সরোয়ার সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আর.এফ.এল এর মালবাহী একটি পিকআপভ্যান তাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যান ও চালক আতাউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।