মুলাদীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর যোগসাজশে নিম্নমানের সৌর বিদ্যুৎ সামগ্রী স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে এসব নিম্নমানের সৌর বিদ্যুতের সামগ্রী স্থাপন করা হচ্ছে। নিম্নমানের মালামাল দেওয়ায় অনেকে তাদের বাড়িতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করতে না দিয়ে মালামাল ফিরিয়ে দিচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হানিফ সিকদার তার পছন্দের কোম্পানি দিয়ে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৩১টি নিম্নমানের সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করছেন। মুলাদী পৌর সদরের নজিবুর রহমান জানান গত ৩০ সেপ্টেম্বর সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স নামের কোম্পানীর লোকজন তার ঘরে সৌর বিদ্যুতের সরঞ্জাম নিয়ে আসে। কিন্তু সৌর প্যানেল ও ব্যাটারী নিম্নমানের হওয়ায় লোকজনের কাছে বিষয়টি জানতে চান। কোম্পানীর লোকজন কোনো সদুত্তর দিতে না পারায় তিনি সৌর বিদ্যুতের স্থাপন করতে না দিয়ে ফিরিয়ে দেন। উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের শহীদ ফকির জানান বিগত দিনে প্যানেল, ব্যাটারী ও মালামাল দেখে তিনি সৌর বিদ্যুৎ পাওয়ার আবেদন করেন। কিন্তু বর্তমানে অত্যন্ত নিম্নমানের মালামাল দিয়ে মাত্র ৪০ ওয়াটের ব্যাটারি ও ৪টি লাইটের সৌর বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সরকার প্রতিটি সৌর বিদ্যুতের জন্য ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিলেও সেখানে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে সৌর বিদ্যুৎ স্থাপন করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসব নিম্নমানের সৌর বিদ্যুৎ স্থাপনে সহায়তা করে যাচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের একটি সূত্র জানায় বর্তমানে টিআর-কাবিখা বরাদ্দের ৫০শতাংশ দিয়ে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ স্থাপনের নিদের্শণা রয়েছে। এর চলতি বরাদ্দের আওতায় চলতি বরাদ্দে উপজেলার ৪৩১টি বাড়ি ও প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ স্থাপন করা হচ্ছে। প্রতিটি সৌর বিদ্যুতের জন্য ১৭ হাজার ৫শত টাকা বরাদ্দ রয়েছে। সৌর বিদ্যুৎ স্থাপনকারী সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) এর প্রোগ্রাম সহকারী ইঞ্জি. আল আমিন হোসেন জানান সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দকৃত ১৭ হাজার ৫শত টাকার মধ্যে ব্যাটারীতে ৪৬০০ টাকা এবং অন্যান্য মালামাল বাবদ ১২ হাজার ৯শত টাকা খরচ হয়। এ ছাড়া কিছু ভিআইপিদের জন্য বরাদ্দকৃত সোলার প্যানেলে ৪০ থেকে ৪৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। তবে তা সংখ্যায় খুবই কম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হানিফ সিকদার বলেন সৌর বিদ্যুতের নিম্নমানের বিষয়ে আমার কিছুই জানা নাই। যারা সৌর বিদ্যুৎ স্থাপন করে তাদের সাথে কথা বলেন।