স্বামীর তালাক দেয়ার খবর শুনে আত্মহত্যার চেষ্টা করেছে স্ত্রী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটেছে। আত্মহননের চেষ্টা করা গৃহবধূ তানজিলা আক্তার ওই এলাকার আইউব আলীর কন্যা ও আমতলার মোড় পানির ট্যাংকি সংলগ্ন এলাকার বাসিন্দা রাসেল হাওলাদারের স্ত্রী।
শুক্রবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানায়, গত পাঁচ বছর পূর্বে ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের পুত্র রাসেল হাওলাদারের সাথে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের একবছর পর তার স্বামী রাসেল যৌতুকের জন্য তাকে চাপ সৃষ্টি করে। এনিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। সর্বশেষ গত নয় মাস পূর্বে তার (তানজিলা) গর্ভের দুই মাসের ভ্রুন নষ্ট করে রাসেল। এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী রাসেল তাকে (তানজিলা) তালাক দেয়ার কথা শুনে তিনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে রাতেই পরিবারের সদস্যরা তানজিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তানজিলা বলেন, আমি আমার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছি রাসেল আমাকে তালাক দিয়ে একটি কাগজ পাঠিয়েছে। এমন খবর শুনে আমার বেঁচে থাকার ইচ্ছে ফুরিয়ে গেছে।