ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার বরিশালে সর্বজনীন শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলবরণ (বেলতলায়) পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এবার নগরীতে ৪৭টিসহ জেলার দশ উপজেলায় মোট ৬১৯টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে আগৈলঝাড়া উপজেলায় সর্বাধিক ১৫৪টি মন্ডবে পূজা হচ্ছে। আর মুলাদী উপজেলায় পূজা হচ্ছে কেবল ১২টি মন্ডবে। নিরাপত্তার জন্য থাকছে তিন হাজার পুলিশ আর ১১ হাজার আনসার সদস্য। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তিন স্তরে নিরাপত্তা থাকছে। মগানগর পূজা মন্ডব ফলপট্টির পুরোহিত বেনীমাধব চক্রবর্তী বলেন, এবার দেবী আসবেন ঘোড়ায় চেঁপে এবং যাবেনও ঘোড়ায়।