অবশেষে টানা ৩২ ঘন্টা পর অনশন ভাঙলেন নগরীর ব্যাটারি চালিত রিকসা মালিক-শ্রমিক ও বাম পন্থি নেতারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেয়ার ঘোষনায় বৃহস্পতিবার রাতে জুস পান করিয়ে অনশন ভাঙিয়েছেন সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর (অবঃ) শাহ সাজেদা।
এসময় নগরীর উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শুভঙ্কর চক্রবর্তী, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, অ্যাডভোকেট তপন চক্রবর্তী, সুভঙ্কর দাস ও হিরন কুমার দাস মিঠু উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বেলা ১১টা থেকে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করে ব্যাটারি রিকশা মালিক ও শ্রমিকরা। মহানগর ব্যাটারি চালিক রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, আমরণ অনশন ও শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ খায়রুল আলমের সাথে বৈঠক করেন নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্ময়ে সাত সদস্যর একটি টিম। দীর্ঘ বৈঠকে শর্ত সাপেক্ষে আন্দোলনরত ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের দাবি মেনে নেয়ার বিষয়ে আশ^স্থ করেন উপ-পুলিশ কমিশনার। তার দেয়া শর্ত অনুযায়ী শহরের প্রাণ কেন্দ্র সদর রোডে ব্যাটারি রিকসা চলতে পারবে না। শহরের বাইরের সড়কে এ রিকসা চলবে। সেক্ষেত্রে তাদের কোন ধরনের হয়রানী করবে না ট্রাফিক পুলিশ।
এছাড়াও ট্রাফিক পুলিশ কর্তৃক জব্দকৃত রিকসার ব্যাটারি ও মটার শ্রমিকদের ফেরত দেয়ার বিষয়ে আশ^স্থ করা হয়েছে। ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের সাথে বৈঠকে হওয়া সিদ্ধান্ত রাতে মাইকের মাধ্যমে ঘোষনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দরা জুস পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙেন। ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, আমরা ট্রাফিক পুলিশের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ট্রাফিক ডিসি’র দেয়া সিদ্ধান্তে আশ্বস্ত হয়ে আমরা অনশন ভেঙেছি।