নগরীর অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে দুই দিনব্যাপী ১১তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান শুক্রবার বেলা ১১ টায় উদ্বোধণ করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রধানঅতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধণ করেন। বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল ও খুলনা বিভাগের প্রতœততœ আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, বরিশাল বিসিকের উপ-পরিচালক জালিস মাহমুদ, বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যটবল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল চেম্বার্স অব কমার্সের পরিচালক মৃনাল কান্তি সাহা, ভানু লাল দে প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিটি মেয়র মৃৎ শিল্পীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। একপ্রর্যায়ে তিনি মৃৎ শিল্পীদের সাথে মাটির আসবাবপত্র তৈরী করেন। সভার শুরুতে প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্যান্য অতিথিকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরে সংগঠন থেকে তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে চারুকলা শিল্পীদের আবৃতি, নৃত্যানুষ্ঠানসহ রবীন্দ্র ও নজরুল সংগীত।