দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১৫১টি পূজা মন্ডপ কমিটির নেতাদের মাঝে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা হলরুমে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে জিআর চালের ডিও লেটার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইসচেয়ারম্যান রুকসানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সরকারের জিআর চালের বরাদ্দ থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে এই চাল বিতরন করা হয়। সভায় উপজেলার ১৫১ টি পূজা মন্ডপ কমিটির নেতারাসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।