দীর্ঘ্য ১৪ বছর পর ঐতিহ্যবাহী জেলা মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার সুযোগ পাচ্ছে।২০১৯-২১ মেয়াদে এ নির্বাচনকে ঘিরে গণ-মাধ্যমকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বহুপ্রতিক্ষিত এ নির্বাচনে ২৩ টি পদের বিপরীতে সভাপতি -সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ভোট হচ্ছে আর বাকী ১৪টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় ইতোমধ্যে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে সভাপতি পদে মীর নাসিরউদ্দিন উজ্জল,আরিফ উল ইসলাম এবং তানভির হাসান এ ৩ জন সাধারণ সম্পাদক পদে মু;আবু সাঈদ সোহান,মামুনুর রশিদ খোকা মো: ফরিদুল হাসান, এবং সুজন হায়দার জনি এ ৪ জন সহ অন্যান্য পদে মোট ২২ জন প্রতিদ্বন্দিতা করছেন। দীর্ঘদিন পরে সুষ্ঠু ,অবাধ,গোপন ব্যালটের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করার প্রক্রিয়া শহর জুড়ে নানা মহলে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ ছাড়া শহরের ব্যস্ততম এলাকায় বিভিন্ন পদের প্রার্থীদের নানা প্রতিশ্রুতি সম্বলিত ব্যানার পোষ্টার শোভা পাচ্ছে।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর উদ-দোজা এ নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করছেন।্ নির্বাচনে ৪৮ জন সদস্য সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা প্রশাসন ও পুলিশ এ নির্বাচনে প্রয়োজনীয় সহযোগীতা করছেন।