সিরাজদিখানে ঐকতান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুর্গা পুজা উপলক্ষে শতাধিক দুস্থ হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার মালখানগর ঐকতান সংগঠনের কার্যালয় আঙ্গিনায় এ বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মো. সাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম উপদেষ্টা ও প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান শাখা ভোক্তা অধিকার সংরক্ষন (ক্যাব) সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিক্ষক রিপন কুন্ডুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিনয় দত্ত, প্রচার সম্পাদক বিশ^নাথ দাস, সমাজকল্যাণ সম্পাদক ইমন সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আওলাদ হোসেন, শিক্ষক বিশ^জিৎ দাস পাভেল, মো. বাবুল আহমেদ, সুমন দাস, শিপন হোসেন সাদেক প্রমুখ।