ফারাক্কার বিরুপ প্রভাবে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকার করানে উপজেলার ৪টি ইউনিয়নের ৫৭ টি গ্রাম সম্পুর্ণরুপে তলিয়ে গেছে।
উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চিলমারী, রামকৃঞ্চপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ফলে, খাদ্য ও খাবার পানির সংকটে দিশেহারা হয়ে পড়েছে এসকল বানভাসী মানুষ। দুটি ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার দেয়া তথ্যে জানা গেছে, আজ সকাল থেকে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ৫ সেন্টিমিটার কখনো আবার ৮ সেন্টিমিটার উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। প্রতি ঘন্টায় ১ সেন্টিমিটার আবার কখনো ২-৩ সেন্টিমিটার করে পানি বাড়ছে। আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি। এবং পানি প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানাগেছে।
এদিকে দৌলতপুর উপজেলা কৃষি অফিস সুত্র ২ হাজার হেক্টর আবাদি জমির ফসলাদি ডুবে গেছে বলে জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেয়ার জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতিনিয়ত বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করছি। এবং জেলা প্রশাসকের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর কাজ চলছে বলে তিনি জানান।