শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মালম্বী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ‘মানবতার জয়গানে, স্বপ্ন আঁকি সকল প্রাণে' এ শ্লোগানে সামনে রেখে বৃহস্পতিবার শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সুবিধিবঞ্চিত শিশুদের মাঝে এই পোশাক বিতরণ করেন আশ্রয় নামের একটি সংগঠন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ‘আশ্রয়’ সংগঠনের সভাপতি শুভ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নুর হোনেন নির্ঝর, এরফানুল হক চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল হক লাল, রেডিও নবগঙ্গার চেয়ারম্যান আর্মিজা শিরিন আক্তার এমি, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। আলোচনা সভা শেষে ২৩ জন শিশুকে জামা, প্যান্ট, থ্রী পিচ, গাউন,ফ্লোরটাচসহ বিভিন্ন পোশাক দেওয়া হয়।