ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার বহিরগাছি গ্রামের রুহুল আমিনের ছেলে।
উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী জানান, সাগর বিদ্যুৎ চালিত মেশিনে গ্রামে গ্রামে ঘুরে গোবাদি পশুর (বিছালী) শানি কেটে সংসার চালায়। বৃহস্পতিবার সকালে সে বিদ্যুৎ লাইনের মাধ্যমে ওই মেশিনের ব্লেডে ধার দিচ্ছিল। কিন্তু কিছুক্ষন পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে বিদ্যুৎ সুইচ বন্ধ না করেই তার হাতে নিয়ে পুন সংযোগের চেষ্টা করছিল। এ সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার মরহুমের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।