রাজশাহীর পদ্মা নদীর পানি বিপদসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীর পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বসতবাড়ি। তবে পদ্মার পানি বৃদ্ধির সাথে ঝুঁকির মুখে পড়েছে রাজশাহী শহর রক্ষা টি বাঁধ। ইতোমধ্যে বাঁধের কিছু এলাকায় মাটি দেবেও গেছে। খবরটি পেয়েই রাজশাহী শহর রক্ষা বাঁধের টি-বাঁধ এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বাঁধ রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন রাসিক মেয়র।
এসময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাগণ জানান, বাঁধ রক্ষায় ইতিমধ্যেই তারা বালুভর্তি ৫০০ বস্তা জিও ব্যাগ ফেলেছেন। কিন্তু এমন সময় ফেলা এই জিও ব্যাগ কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর বাঁধটি পুলিশ লাইনের সামনের রক্ষায় হওয়ায় তাদের পক্ষ থেকেও দুই হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানা গেছে। তবে বাঁধ রক্ষার জন্য ফেলা এসব জিও ব্যাগের অধিকাংশই চলে যাচ্ছে পদ্মার গহিনে।
এদিকে, রাজশাহী তীরবর্তি এলাকা প্লাবিত হওয়ায় মানুষ পড়েছেন মহা বিপাকে। শুধু পরিবারের সদস্যরাই নয়, গবাদি পশু নিয়েও তাদের চরম দুঃশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। পরিবারের সদস্যদের তিনবেলায় দুবার খাবার জুটলেও গবাদি পশুর খাবার জুটছে না।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম জানান, প্রবল ¯্রােতের কারণে টি বাঁধটি কিছুটা দেবে গেছে। আর পানি একেবারে উপরে উঠে আসায় বাঁধটি নিয়ে বর্তমানে শঙ্কা দেখা দিয়েছে। যার কারণে জিও ব্যাগ ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের রিডার এনামুল হক বৃহস্পতিবার বিকালে বলেন, গত ২৪ ঘন্টায় ১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ৩টায় নেয়া মাপ অনুযায়ী পদ্মায় ১৮ দশমিক ১৯ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। যেটি বুধবার ছিল ১৮ দশমিক ১৮ মিটার।