রমেক সাবেক অধ্যক্ষ, স্বাচিপ রংপুর জেলা আহ্বায়ক, বিএমএ সাধারণ সম্পাদক, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও লায়ন্স স্কুল ও কলেজের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. অনিমেষ মজুমদার আর নেই। বৃহস্পতিবার সকালে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী মৃত্যুকালে রেখে গেছেন। গতকাল নগরীর দখিগঞ্জ শশ্বানে তার শেষকৃত সম্পন্ন করা হয়। দুপুরে তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজ চত্বরে নিয়ে আসলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ তাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় লায়ন্স স্কুল ও কলেজের শিক্ষক ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে রংপুর লায়ন্স ক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।