রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ইভিএম এ মক ভোটিংয়ে সব কেন্দ্রই শুন্য। এ নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মক ভোটিংয়ে সর্বোচ্চ ১৩ ভোট পড়েছে।
রংপুর-৩ শুন্য আসনের নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম এ ভোট হয়েছিল। শুন্য আসনে আগামি ৫ অক্টোবরও ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ১৭৫ টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে মক ভোটিং। কিন্তু এই মক ভোটিংয়ে কোন সাড়া মিলছে না। বিভিন্ন কেন্দ্র ঘুরে পাওয়া গেছে চাঞ্ছল্যকর তথ্য।
কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে আদর্শপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমার কেন্দ্রে ৩ হাজার ৯৫২ টি ভোটের মধ্যে বেলা ২ টা ১২ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১২ টি। দক্ষিণ মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র ২টি। এই কেন্দ্রের প্রিজাইংটির কর্মকতা জানান, এখানে ২ হাজার ২২৩ টি ভোটের মধ্যে বেলা ২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২টি। অন্যদিকে লায়ন্স স্কুল এ- কলেজের প্রিজাইটিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফ জানান, এই ভোট কেন্দ্রে ২ হাজার ৮১৩ টি ভোট রয়েছে। এরমধ্যে পৌনে ২ টা পর্যন্ত বোট পড়েছে মাত্র ২টি। কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, তার কেন্দ্রে ভোট সংখ্যা ৩ হাজার ৬৪৯ টি। এরমধ্যে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১ টি ভোট পড়েছে। তবে কেন ভোটাররা আসছেনা তা বলতে পারবো। না। সমাজ কল্যাণ বিদ্যাবিথি কেন্ত্রের প্রিজাইটিং কর্মকর্তা আফসার হোসেন জানানম আমার কেন্দ্রে ভোটার ১ হাজার ২৭৭ টি। এরমধ্যে বেলা সোয়া ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১ টি। সালেমা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা সোহায়েল জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৮৩ টি। দুপুর ১ টা ৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ২টি। সরকারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা জানান, তার কেন্দ্রের ২ হাজার ৭০২ টি ভোটের মধ্যে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১টি। সরকারী বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা ইকবাল জাভিদ জানান, আমার কেন্দ্রের ২ হাজার ৭১ টি ভোটের মধ্যে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১ টি।
মক ভোটিয়ে আগ্রহ না থাকার বিষয়ে নির্বাচন কমিশনকে দুষছেন সকলেই। তার বলছেন ভোট সম্পর্কে ভোটারদের এমনিতেই আগ্রহ নেই। তার ওপর মক ভোটিংয়ের কোন প্রচার প্রচারণা ছিল না। মাইকিং করা হলেও তা ছিল সামান্য। সেকারণে কেন্দ্র মুখি হননি ভোটাররা। এর প্রভাব পড়বে ৫ তারিখেরও নির্বাচনেও।
এব্যপারে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, আমরা প্রচার প্রচারণা করেছি। কিন্তু ভোটাররা ব্যক্তিগত ব্যস্ততার কারণে কেন্দ্রে আসেন নি। এই চিত্র মূল ভোটে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটাররা যদি কেন্দ্রে না আসেন তাহলে করার কি আছে।
প্রসঙ্গত: গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামি ৫ অক্টোবর শনিবার এই আসনে ভোট অনুষ্ঠিত হবে।