“আমরা মাদকসক্তসহ কেউ মাদক ব্যবসায়ী হতে চাই না। আমরা প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশসহ মুক্তিযুদ্ধের রক্তে রঞ্জিত মাটির স্বাধীন দেশে রিকসা চালকদের সন্তানেরা শিক্ষায় সু-শিক্ষিত হতে চাই”। ব্যাটারীচালিত রিকসা চালকদের দুইদফা দাবী আদায়ের আমরণ অনশনের চলমান দ্বিতীয়দিনে বৃহস্পতিবার সকালে রিকসা চালকদের সন্তানেরা কান্নাজড়িত কন্ঠে এভাবেই দাবী মেনে নেয়ার জন্য মেয়র ও পুলিশ কমিশনারের প্রতি দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
অপরদিকে অনশনের দ্বিতীয়দিনে সকাল ১০টার দিকে ব্যাটারীচালিত রিকসা চালক মজনু (৭০) ও দুপুর একটার দিকে রিকসা চালক সুশান্ত শকুল গুরুত্বর অসুস্থ হয়ে পরলে তাদের দুইজনকেই স্যালাইন দিয়ে দ্রুত শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও অনশনস্থানে স্যালাইন দেয়া অবস্থায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আরও ১৮ জনকে। ব্যাটারীচালিত রিকসা চালকরা নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের অনশনস্থলে বুধবার সকাল থেকে শুরু করে রাতভর নানা শ্লোগান আর বক্তব্যের মধ্যদিয়ে প্রথমদিন শেষ করেছেন।
অনশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকে চলছে দুইদফা দাবী আদায়ের জন্য সমাবেশ। এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সহসভাপতি আবদুর রাজ্জাক, ব্যাটারীচালিত রিকসাচালক ও মালিক সংগ্রাম কমিটির জেলা শাখার উপদেষ্টা ও বরিশাল সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা বাসদ আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাশ, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আকম মিজানুর রহমান সেলিম, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিকল্প কর্মসংস্থান ছাড়া নির্বিচারে ব্যাটারীচালিত রিকসা উচ্ছেদ বন্ধ করাসহ অবিলম্বে প্রশাসন কর্তৃক জব্দকৃত প্রায় দুই কোটি টাকার অর্থমূল্যের ব্যাটারী ও মটর ফিরিয়ে দেয়ার দুই দফা দাবি আদায়ের দাবিতে পূর্ব ঘোষিত অনুযায়ী বুধবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হয়।