দেবহাটায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে গ্রাম পুলিশদেরকে দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নির্দেশনা প্রদান করেছেন। থানা অভ্যন্তরে উপজেলার সকল ইউনিয়নের চৌকিদার ও দফাদারদেরকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন দূর্গাপূজাকে শান্তিপূর্ন ও নির্বিঘেœ করার লক্ষ্যে গ্রাম পুলিশরা যাতে তাদের দায়িত্ব ঠিকমত পালন করে সে লক্ষ্যে ওসি বিপ্লব কুমার সাহা তাদেরকে নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বন্ধ করতে এবং প্রতিরোধ করতে তিনি গ্রাম পুলিশদের নির্দেশনা দেন। ওসি বিপ্লব কুমার সাহা এ সময় বলেন, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে ওসি জানান, আগামি দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকা- বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে ওসি জানান। এ সময় দেবহাটা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, এএসআই আবদুল জব্বারসহ থানার বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।