বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় (বেরোবি) নয় বছর ধরে একই রুটে চলছে শিক্ষার্থী পরিবহন। বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার এগারো বছরেও রুট সংখ্যা বাড়াতে পারেনি বিশ^বিদ্যালয় প্রশাসন। মাঝে মাঝে শিক্ষার্থী পরিবহন পুলে নতুন বাস যুক্ত হলেও রুট সংখ্যা বাড়ানো নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দীর্ঘদিনেও রুট সংখ্যা না বাড়ানোর কারণ হিসেবে প্রশাসনের স্বদিচ্ছা আর উদাসীনতাকেই দায়ি করছেন শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছর পর ২০১০ সালে শিক্ষার্থীদের জন্য শিমু শাহেদ নামের একটি বাস ভাড়ায় চালাতে শুরু করে বিশ^বিদ্যালয় প্রশাসন। তখন এই বাসটির রুট ছিলো বিশ^বিদ্যালয় থেকে শাপলা হয়ে টার্মিনাল হয়ে চেকপোষ্ট ও ডিসি মোড় হয়ে পুনরায় ক্যাম্পাস। এর বেশ কিছুদিন পর শিক্ষার্থী পরিবহণ পুলে বেশ কয়েকটি নতুন বাস যুক্ত হলেও মডার্ণ মোড় হয়ে মেডিকেল মোড় ও ডিসির মোড় হয়ে চেকপোষ্ট হয়ে পুনরায় ক্যাম্পাস পর্যন্ত এই রুট্ইে চলছে বাসগুলো। সময়ের চাহিদায় বাসের চলাচলের রুট বাড়ানোর দাবি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুললেও এ নিয়ে মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, রংপুরের আশপাশে যারা এখানে (বেরোবি) পড়ে তারা বেশিরভাগ বাসা থেকে ক্লাস করে। যদি পরিবহন রুট ক্যাম্পাস টু তিস্তা, ক্যাম্পাস টু পাগলাপীর, ক্যাম্পাস টু পীরগাছা এবং ক্যাম্পাস টু মিঠাপকুুর হয় তাহলে প্রতিদিনের যাতায়াত খরচ বেচে যাবে শিক্ষার্থীদের। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ^বিদ্যালয় প্রশাসনের উচিত রুট বাড়ানো।
এব্যাপারে পরিবহণ পুলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, রুট সংখ্যা বাড়ানো নিয়ে একটা পুজার ছুটিতে একটা সার্ভে করা হবে। আশা করছি খুব শীঘ্রই রুট সংখ্যা বাড়ানো হবে।