বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিদ্যুৎ হোসন (৪০) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলা সদরের ফাজিলপুর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, থানার এএসআই আনারুল ইসলামের নেতৃত্বে এসআই রিয়াজুল ও এএসআই এনায়েত সকাল সাড়েগ ৯ টায় অভিযান চালিয়ে বিদ্যুতের বাড়ী থেকে তাকে আটক করেন। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।