ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার কার্যক্রম অধিকতর করা এবং একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে ফুলবাড়ীয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে বেশকয়েকজন সাংবাদিক তাদের বক্তব্য তুলে ধরেন। পৌর মেয়র আলহাজ¦ মোঃ গোলাম কিবরিয়া তার বক্তব্যে বলেন, ফুলবাড়ীয়া পৌর এলাকায় পঞ্জীভূত সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা প্রধানে কাজ করে যাচ্ছি। পানিবন্ধতা নিরসন, যানজট, হাটবাজার উন্নয়ন, ড্রেনেজ সমস্যা দূরীকরণ, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, শিক্ষার উন্নয়ন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে আমি দৃঢপ্রতিজ্ঞ। পৌর মেয়র বলেন, দুর্নীতিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পৌরসভার সার্বিক উন্নয়নে আমি সমাজের বিভিন্ন পেশাজীবীর সহযোগিতা কামনা করছি।
সভায় আলহাজ¦ মোঃ গোলাম কিবরিয়া পৌর মেয়রের দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকটি গঠনমূলক কাজের মাধ্যমে প্রশংসিত হন।